নড়াইলের সাহসী সাংবাদিক মশিউল হক মিটু আর বেঁচে নেই
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দৈনিক সমকাল পত্রিকার নড়াইলের কালিয়া উপজেলার প্রতিনিধি মশিউল হক মিটু (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন মিটু। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। তার মৃত্যুতে কালিয়া প্রেসক্লাব, লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম ও সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা শোক জানিয়েছেন।
সাংবাদিক মিটু দৈনিক সমকালের প্রতিষ্ঠালগ্ন থেকে কালিয়া প্রতিনিধি হিসেবে সততা এবং সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ১৯৯২ সালে প্রতিষ্ঠাকাল থেকে কালিয়া প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করে আসছিলেন।
২০১১ সালের ৭ অক্টোবর স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি ও তার স্ত্রী রীনা বেগম নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলার শিকার হন। বোমা হামলায় মিটুর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি উড়ে যায়। এরপর থেকে ডান হাতের বাকি আঙ্গুলগুলোও অকেজো হয়ে পড়ে। সেই থেকে তিনি ও তার স্ত্রী পুরোপুরি সুস্থ হতে পারেননি।
শরিফুল/টিপু