ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

উপজেলা নির্বাচন

মাদারীপুর সদরে শাজাহান খানের ছেলের জয়লাভ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ৯ মে ২০২৪   আপডেট: ১২:১৪, ৯ মে ২০২৪
মাদারীপুর সদরে শাজাহান খানের ছেলের জয়লাভ

আসিবুর রহমান খান। ফাইল ফটো

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মাদারীপুর সদরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান।

নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে আসিবুর রহমান খান ৭৫ হাজার ৫৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান পেয়েছেন ৬১ হাজার ৩০৩ ভোট।

আসিবুর রহমান খান যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে।

জেলা নির্বাচন অফিসার মো. আহম্মদ আলী নির্বাচনী ফলাফল নিশ্চিত করে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। দিনভর ভোট শেষে বুধবার (৮ মে) রাতেই ফলাফল ঘোষণা করা হয়।

বেলাল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়