ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

বার্জে ধাক্কা খেয়ে ডুবে যায় ট্রলার, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১০ মে ২০২৪   আপডেট: ১২:৩৯, ১০ মে ২০২৪
বার্জে ধাক্কা খেয়ে ডুবে যায় ট্রলার, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ভোলার মেঘনায় নোঙর করা দুটি বার্জে ধাক্কা খেয়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলে হারুন মাঝির (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ মে) সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ধনিয়া তুলাতুলি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। হারুন মাঝি কাচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুই ছেলেকে নিয়ে মেঘনায় মাছ ধরছিলেন হারুন। ভোরে নদীতে জোয়ার এলে জাল টেনে ট্রলারে উঠানো শুরু করেন তারা। একপর্যায়ে সেখানে নোঙর করা দুটি বার্জে ধাক্কা খেয়ে ডুবে যায় মাছ ধরার ট্রলারটি। এ সময় হারুনের দুই ছেলে সাঁতরে তীরে উঠতে পারলেও জালের সঙ্গে আটকে ডুবে মারা যান তিনি।

ভোলা সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস মুন্সি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ জেলের মরদেহ ও ট্রলারটি উদ্ধার করা হয়েছে।

মলয়/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়