ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লৌহজংয়ে নির্বাচনি ক্যাম্পে প্রতিপক্ষের হামলা, আহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ১০ মে ২০২৪  
লৌহজংয়ে নির্বাচনি ক্যাম্পে প্রতিপক্ষের হামলা, আহত ১

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেজগাঁওয়ের ছত্রিশ গ্রামে দোয়াত-কলমের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্র দিয়ে রকি শেখ (৩২) নামে এক কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে।

শুক্রবার (১০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের নির্বাচনি ক্যাম্পে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী রশিদ শিকদারের ৮-১০ জন সমর্থক হামলা করে। এসময় রকি শেখ (৩২) নামে বিএম শোয়েবের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন:

আহত রকি শেখ বলেন, চেয়ারম্যান প্রার্থী রশিদ শিকদারের সমর্থক সিহাদ, সামির, জয় দীর্ঘদিন ধরে আমাকে রশিদ শিকদারের নির্বাচন করার জন্য বলতো। কিন্তু আমি রাজি হয়নি। এ কারণে ৮-১০ জন মিলে ক্যাম্পে এসে আমার উপর হামলা করে।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, রক্তাক্ত অবস্থায় আহত রকি থানায় এসেছিলো। পরে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি চিকিৎসা নেওয়ার জন্য। তার বাবা আমাদের নিকট অভিযোগ দায়ের করেছেন।

রতন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়