নড়াইলে দুর্বৃত্তদের গুলিতে আ.লীগ নেতা আহত
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শিকদার মোস্তফা কামাল
নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল (৫৫) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুন্দশী-মঙ্গলহাটা গ্রামীন রাস্তার পাশে ছমির শিকদারের বাড়ির পাশে ঘটনাটি ঘটে। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক।
আহত শিকদার মোস্তফা কামাল ২০১৪ সালে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি গত মেয়াদে মল্লিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুব্রত কুমার কুন্ডু বলেন, মোস্তফা কামালের বুক ও পিঠ গুলিতে জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, গুলির খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শরিফুল/মাসুদ