মাগুরায় লিচু পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাগুরার শ্রীপুর উপজেলায় গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গ্রাম পুলিশের এক সদস্যসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ মে) বিকেলের দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের ছাবিনগর গ্রামে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- গ্রাম পুলিশ সদস্য জাহিদ জোয়ার্দ্দার (৩৫), দোলোয়ার মন্ডল (৬২), আছাদুল শেখ (৩৮), নাছির মোল্ল্যা (৫৫) ও সিরাজ মন্ডল (৬০)। তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, দুপুরে ইউসুফ আলী মন্ডল নামের এক ব্যক্তির বিরুদ্ধে বাগানের গাছ থেকে লিচু পাড়ার অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান হালিমের ভাই ও পরিবারের লোকজন। পরে স্থানীয় ইউপি সদস্য হান্নান মন্ডল দুই জন পুলিশ সদস্যকে নিয়ে প্রকৃত ঘটনা জানতে লিচু বাগানে যান। সেখানে হালিম চেয়ারম্যান এবং ইউসুফ আলীর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসনিম আলম বলেন, লিচু পাড়ার ঘটনায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
শাহীন/মাসুদ