ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

বাগেরহাটে বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ৬

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১১ মে ২০২৪   আপডেট: ১২:১৯, ১১ মে ২০২৪
বাগেরহাটে বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ৬

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। 

শনিবার (১১ মে) সকালে উপজেলার বান্ধাঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান খান।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, পিরোজপুর জেলার বালিপাড়া এলাকা থেকে ইট নিয়ে নদী পথে শরণখোলায় যাচ্ছিলেন ১১ শ্রমিক। সকালে বৃষ্টি শুরু হলে শরণখোলার বান্ধাঘাটা এলাকার একটি খালে অবস্থান নেয় শ্রমিকরা। সকাল ১০টার দিকে বজ্রপাতে ট্রলারের ৮ শ্রমিক আহত হয়। এদের মধ্যে মোস্তফা (৫৫) ও মিলন (৩৫) নামের দুই শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। বজ্রপাতের আগেই তিন শ্রমিক ট্রলার থেকে উঠে একটি দোকানে অবস্থান নিয়েছিলো।

শরণখোলা থানার ওসি বলেন, বজ্রপাতের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

শহিদুল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়