ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

সমুদ্রে নিখোঁজ মালয়েশিয়ান নাবিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ১১ মে ২০২৪  
সমুদ্রে নিখোঁজ মালয়েশিয়ান নাবিকের লাশ উদ্ধার

চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙরে জাহাজের ডেকে কাজ করার সময় সমুদ্রে পড়ে নিখোঁজ এক মালয়েশিয়ান নাবিকের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার (১০ মে) বিকেলে সমুদ্রে ভাসমান অবস্থায় মুহাম্মদ ঈসা বিন মুহাম্মদ বীরমোহন (৩১) নামের ওই নাবিকের লাশ উদ্ধার হয়। কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের (মিডিয়া কর্মকর্তা) লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোহাম্মদ শোয়াইব এতথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গত ৮ মে (বুধবার) সকাল ৮টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এম.ডি. ওয়েরা মোহন’ নামে জাহাজের ডেকে কাজ করছিলেন মুহাম্মদ ঈসা। সে সময় তিনি সমুদ্রে পড়ে নিখোঁজ হন। ওই দিন থেকেই নিখোঁজ নাবিককে উদ্ধারে জাহাজ ও বোট নিয়ে সাগরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়। সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়েছিল। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘জয় বাংলা’ 
বহির্নোঙরে থেকে কিছু দূরে একটি লাশ ভাসতে দেখে। লাশটি উদ্ধারের পর নিখোঁজ মালয়েশিয়ান নাবিকের বলে শনাক্ত হয়। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন,  মালয়েশিয়ান নাগরিক মুহাম্মদ ঈসা বিন মুহাম্মদ বীরমোহন সাগরে নিখোঁজের পর পতেঙ্গা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। ময়নাতদন্তের পর মরদেহটি স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

আরো পড়ুন:

রেজাউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়