ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কুমিল্লায় মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন

কুমিল্লা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ১১ মে ২০২৪  
কুমিল্লায় মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন

সভাপতি নূর মোহাম্মদ সোহেল ও সম্পাদক মোশারফ হোসেন মজুমদার মুন

কুমিল্লা মহানগর ছাত্রলীগের ৫ সদস্য কমিটি ঘোষণা করা হয়েছে। নূর মোহাম্মদ সোহেলকে সভাপতি ও মোশারফ হোসেন মজুমদার মুনকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

আজ শনিবার (১১ মে) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে কুমিল্লা মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন শেষে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আগামী ১ বছরের জন্য এ কমিটির ঘোষণা দেন।

এর আগেই সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’, ‘স্মার্ট মহানগর’ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হলো।

আরো পড়ুন:

কমিটি বাকিরা হলেন, সহ-সভাপতি টিটু মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল হল আকাশ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। 

এ সময় সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন।

সম্মেলনে কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক এ কে এম আবদুল আজীজ সিহানুক সভাপতিত্ব করেন।
 

রুবেল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়