ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিত্রায় গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ১২ মে ২০২৪  
চিত্রায় গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

রায়হান শিকদার। ফাইল ফটো।

নড়াইলে চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র রায়হান শিকদার (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। রায়হান উপজেলার নাকশী গ্রামের সাইফুল শিকদারের ছেলে ও নড়াইল পৌরসভার দুর্গাপুরের উসমান বিন আফফান (রা.) মাদ্রাসার কওমি বিভাগের ছাত্র ছিলেন।

রায়হানের মামা মামুন জানান, রায়হান ভালো সাঁতার জানত না। শনিবার দুপুরে একটি কলা গাছ নিয়ে নদীতে গোসলে নামে সে। একপর্যায়ে তার সঙ্গে থাকা সঙ্গীরা দেখে, রায়হান নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে দলজিতপুর নামক স্থানের চিত্রা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শরিফুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়