ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১২ মে ২০২৪  
দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক।

রোববার (১২ মে) সকালে উপজেলার কাকডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রইচ কাজী (২২) রাজবাড়ী সদর উপজেলার বড়ভবানীপুর গ্রামের মালাম কাজীর ছেলে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানভীর রহমান অনিক বলেন, রইচ কাজী নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সম্ভবত তিনি দুর্ঘটনাস্থলেই মারা গেছেন। অপর ব্যক্তির অবস্থাও গুরুতর।

আরো পড়ুন:

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, ঢাকাগামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক কাকডাংগা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সহকারী ঘটনাস্থলে নিহত হন। আহত ট্রাক চালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শহিদুল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়