ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ, কমেছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১২ মে ২০২৪  
চট্টগ্রামে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ, কমেছে জিপিএ-৫

এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৮২ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন শিক্ষার্থী। 

রোববার (১২ মে) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএমএম মুজিবুর রহমান এই ফলাফল ঘোষণা করেন। 

তিনি জানান, গত বছরের তুলনায় এই বছর পাসের হার বৃদ্ধি পেলেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে থেকে জিপিএ-৫ পেয়েছিলো ১১ হাজার ৪৫০ জন। এই বছর এই সংখ্যা কমে দাড়িয়েছে  ১০ হাজার ৮২৩ জন। যা গত বছরের চেয়ে ৬২৭ জন কম। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা এবং তিন পার্বত্য জেলা থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী।

রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়