ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

সিলেটে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১২ মে ২০২৪  
সিলেটে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

এসএসসি পরীক্ষার ফলাফলে এবার সিলেটে পাসের হার ৮৩ দশমিক ৮৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২০ জন। সিলেটে গত বছরের তুলনায় পাসের হার এবং জিপিএ-৫ দুটোই কমেছে।

রোববার (১২ মে) দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সিলেট শিক্ষাবোর্ড সূত্র জানিয়েছে  এবছর সিলেট বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৭৩ জন। এরমধ্যে পাস করেছে ৮০ হজার জন। এ বছর পাসের হার ৮৩ দশমিক ৮৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২০ জন।

গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ০৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৫০৫ জন।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল জানান, দক্ষ শিক্ষকের অভাবে ফলাফল নিম্নমুখী। এছাড়া মানবিকে সাধারণ বিজ্ঞানে শিক্ষার্থীরা খারাপ করেছে। হাওরাঞ্চলে গণিত, উচ্চতর গণিত ও ইংরেজিতে পরীক্ষা খারাপ করেছে। যার জন্য গতবারের তুলনায় সার্বিক দিক থেকে ফলাফল একটু খারাপ হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।

নুর/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়