ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবারও দেশসেরা টঙ্গী তা`মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১২ মে ২০২৪  
এবারও দেশসেরা টঙ্গী তা`মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার ফলাফলে এবারও শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এ বছর ৭৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৭ জন জিপিএ-৫ পেয়েছে। রোববার (১২ মে) এ ফলাফল প্রকাশের পর মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। 

অপরদিকে, তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিবারের মতো এবারও ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এর মধ্যে ঢাকার যাত্রাবাড়ীস্থ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ৩৬৬ জন দাখিল পরীক্ষার্থীর ১৯৯ জন জিপিএ-৫ এবং ঢাকার মাতুয়াইলে অবস্থিত তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার ২০৫ জন পরীক্ষার্থীর ১০১ জনই জিপিএ-৫ প্রাপ্তিসহ শতভাগ উত্তীর্ণ হয়েছে। 

আরো পড়ুন:

তা'মীরুল মিল্লাত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে। আগামীতে আরও ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্ররা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও জানান, দেশে যখন ইসলামি শিক্ষা ব্যবস্থার জন্য নানা সীমাবদ্ধতা ও সংকীর্ণতা তৈরি হয়েছে, তখনও তা'মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানসমূহের প্রতি দেশ ও জাতি গভীর আস্থা রেখেছে। ফলশ্রুতিতে ২০২৩- ২০২৪ সেশনে আলিম প্রথম বর্ষে প্রায় ১ হাজার ৬০০ ছাত্র-ছাত্রী তা'মীরুল মিল্লাত মাদ্রাসায় ভর্তি হয়েছে। জাতির এ বিশাল আমানত রক্ষায় আল্লাহ তা'আলার নিকট তাওফীক ও দেশবাসীর কাছে দু'আ কামনা করেন।

রেজাউল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়