ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ভিডিও ভাইরাল, প্রার্থীকে এলাকাছাড়া করার হুমকি 

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১২ মে ২০২৪  
ভিডিও ভাইরাল, প্রার্থীকে এলাকাছাড়া করার হুমকি 

বক্তব্য রাখছেন চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম খান

শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা ও ভোট দিতে এলে চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন ওরফে দিপু মিয়াকে এলাকাছাড়া করার হুমকি দিয়েছেন চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম খান। আরেক চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান আকন্দ ওরফে উজ্জ্বলের পক্ষের নির্বাচনী সভায় হুমকি দেওয়ার এমন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

শনিবার (১১ মে) রাতে চন্দ্রপুর ইউনিয়ন এলাকায় নির্বাচনী সভায় বক্তব্যকালে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান প্রার্থী বিল্লাল হোসেনকে উদ্দেশ্য করে হুমকি দেন। এ সময় তার দেওয়া ৮ মিনিট ২৮ সেকেন্ডের বক্তব্য ফেসবুকে পাওয়া যাচ্ছে। 

ওই ভিডিওটিতে আব্দুস সালাম খানকে বলতে শোনা যায়, ‘৪ নম্বর ওয়ার্ড থেকে ও (বিল্লাল হোসেন) যেন শূন্য, অর্থাৎ নিজের ভোটও যেন দিতে আইতে না পারে। এইবার ভোট হবে ইভিএমে। আপনারা ভোট কেন্দ্র যাবেন এবং বলবেন, এইয়া বুঝিনা। ইভিএমে কখনো ভোট দেই নাই, আপনি আসেন ভোট দিয়া যান। আপনারা এই কথা ভেতরে বইয়া বইয়া বলবেন, আমার এজেন্ট তা শুনবো। ভোট দিমু ঘোড়ায়, ভোট দিমু তালায়, ভোট দিমু ফুটবলে। যে এটা না পারবে সে আমাদের সন্দেহের তালিকায় থাকবে। আর যে ভোট কেন্দ্রে ভোট দিতে না যাবে সেও সন্দেহের তালিকায়।’   

আরো পড়ুন:

তাকে আরও বলতে শোনা যায়, ‘আর এই দিপু যদি আমাদের চন্দ্রপুরে ভোট চাইতে আসে তাহলে ওদের দৌড়াইতে পারমু না? আজ থেকে ওরা যাতে চন্দ্রপুর ভোট চাইতে আইতে না পারে। কোনো হুমকি ধামকি না, যা মারার সামনে মারবেন। কেউ যদি তলে তলে খাতির রাখেন দুই দলের মাইর খাইবেন। আমরা ভোটের মাধ্যমে এমপি সাহেবকে বুঝাইয়া দিমু ওগো তিন কুলাঙ্গার গেলে কি হইবো, আপনার হাজার হাজার ভাই আছে।’  

জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে ২১ মে ভোটগ্রহণ করা হবে। এখানে চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে সংসদ সদস্য ইকবাল হোসেনের চাচাত ভাই ও সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া (আনারস প্রতীক), তাঁর স্ত্রী ফেন্সি বেগম (কাপ পিরিচ প্রতীক), জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-২ নুরুল আমীন কোতোয়াল (মোটরসাইকেল প্রতীক), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জ্বল (ঘোড়া প্রতীক) ও আল আমিন খান (হেলিকপ্টার প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

আনারস প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন দিপু মিয়া অভিযোগ করে বলেন, ‘আমি নির্বাচনে অংশগ্রহণের পর থেকে বিভিন্ন হুমকি ধামকির শিকার হচ্ছি। গতকাল (শনিবার) চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান ভোট চাইতে গেলে আমাকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন। যা আপনারা ভিডিওতে দেখেছেন। আমি দ্বারে দ্বারে ঘুরেও কারও সাহায্য পাচ্ছি না। এই অবস্থায় আমি প্রাণ শংঙ্কায় আছি। বিষয়টি আমি জেলা রিটার্নি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থাকে অবগত করেছি।’

জানতে চাইলে আব্দুস সালাম খান বলেন, ‘আমি আসলে ওভাবে হুমকি ধামকি দেই নাই। যেই জিনিসটা ভাইরাল হয়েছে, আমার মনে হয় না আমি এরকম খারাপ কথাবার্তা বলেছি। এটা প্রযুক্তির যুগ, অনেক সময় অনেক কিছু সুপার এডিট করা যায়।’

এ ব্যাপারে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুদ্দিন গিয়াস বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

আকাশ/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়