ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তনু 

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১৩ মে ২০২৪  
ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তনু 

সাভার উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান প্রার্থী নাদিয়া নুর তনু ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 

জানা যায়, তার বাবা হাসপাতালে লাইফ সাপোর্টে। তার পাশে থাকার জন্য মূলত নির্বাচন থেকে অব্যাহতি নেওয়া। রোববার (১১ মে) রাতে নাদিয়া নুর তনু তার ফেসবুকে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর একটি ভিডিও প্রকাশ করেন। এসময় তিনি তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন কি কারণে নির্বাচন থেকে অব্যাহতি নিলেন। 

নাদিয়া নূর তনু বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসীম (পাভেল) এর মেয়ে।

নাদিয়া নুর তনু তার নিজ ফেসবুক আইডিতে পোস্টে লিখেন, 
বিশেষ ঘোষণা: প্রিয় সাভার উপজেলা বাসী,
আমি নাদিয়া নুর (তনু), আমার পিতা আলহাজ্ব আবু আহমেদ নাসীম (পাভেল) এর শারীরিক অসুস্থতা জনিত কারণে লাইফ সাপোর্টে থাকার জন্য নির্বাচনে মনোনিবেশ করতে পারছিনা। আমি জনগণের পাশে থাকতে চাই তবে আমার পিতার এই ক্রান্তিলগ্নে  আমি নিজেকে তার পাশে রাখতে চাই এবং এজন্যই আমি কারো দ্বারা প্রভাবিত না হয়ে স্বেচ্ছায় নিজেকে নির্বাচনি প্রচারণা থেকে সরিয়ে নিচ্ছি। আমি আপনাদের মেয়ে, ইনশাআল্লাহ নির্বাচন করি অথবা না করি আপনারা আমাকে আপনাদের পাশে আজীবন  পাবেন। পরিশেষে আমার পিতার সুস্থতা কামনায় আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।

এ বিষয়ে জানতে চেয়ে নাদিয়া নুর তনুকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এদিকে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল আলম রাজীবের প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচন করছেন। এখন শুধু ঘোষণার অপেক্ষা।

এই উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় দশ লাখ। এখানে পুরুষ ভাইস-চেয়ারম্যান প্রার্থী ৩ জন। তারা হলেন- ইমতিয়াজ উদ্দিন (৪৫), মোশাররফ হোসেন (৩৯), সাইদুল (৩৫)। অন্যদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী দুইজন। তারা হলেন- মনিকা (৩৫) ও ইয়াসমিন আক্তার সুমী (৩২)।

সাব্বির/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়