ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোহিঙ্গা ক্যাম্পে হেডমাঝিকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৩ মে ২০২৪   আপডেট: ১৩:৪৩, ১৩ মে ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে হেডমাঝিকে গুলি করে হত্যা

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা কমিউনিটির এক নেতা (হেডমাঝি) নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) ভোরে উপজেলার ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইলিয়াছ (৪৩) উখিয়ার ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আবুল কাশেমের ছেলে ও ব্লকের হেডমাঝি (কমিউনিটি নেতা) ছিলেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসেন বলেন, রোববার রাতে ইলিয়াছ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে ১০-১৫ জন দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইলিয়াছের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসী সংগঠন আরসার সদস্যরা এ খুনের ঘটনা ঘটিয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তারেকুর/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়