ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ১ যাত্রী নিহত, আহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১৩ মে ২০২৪  
গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ১ যাত্রী নিহত, আহত ২

গোপালগঞ্জে মুকসুদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শের খান (৪৫) নামে প্রাইভেটকারের একজন আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু'জন।

সোমবার (১৩ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শের খান ঢাকার মিরপুর-২ এর রুপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে। অপর আহত দু’জন হলেন, প্রাইভেটকার চালক সোহেল (৪৫) ও নড়াইল এক্সপ্রেসের যাত্রী নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মোস্তফার ছেলে হাফিজুর (৪০)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি আশরাফুল আলম জানান, নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস কলেজ মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় ও বাসটি মহাসড়কের পাশে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী শের খান নিহত ও অপর দু'জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়। আহত দু'জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গেপ্তারের চেষ্টা চলছে।

বাদল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়