ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৩ মে ২০২৪   আপডেট: ১৫:২৮, ১৩ মে ২০২৪
বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত

ফাইল ফটো

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে গরু আনার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আমজেদ আলী (৩৫) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

রোববার (১২ মে) দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত আমজেদ আলী পুটখালীর কৃষ্ণপুর গ্রামের মৃত সুকচাদ আলীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, ভারত থেকে চোরাই পথে গরু নিয়ে ফেরার সময় আমজাদকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ সদস্যরা। পায়ে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়