ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মাদক পাচারে বিএসএফের পোশাক পরে সীমান্তে যেতেন রেন্টু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ১৩ মে ২০২৪   আপডেট: ১৫:৫৫, ১৩ মে ২০২৪
মাদক পাচারে বিএসএফের পোশাক পরে সীমান্তে যেতেন রেন্টু

বালুর ব্যবসার পাশাপাশি মাদক চোরাচালান করতেন রেন্টু

রাজশাহীর এক ব্যক্তি মাদক চোরাচালানের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পোশাক পরে সীমান্ত এলাকায় যেতেন। ফলে, বিএসএফ কিংবা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে চিনতে পারতেন না। এলিট ফোর্স র‌্যাবের অভিযানে ওই ব্যক্তি ধরা পড়েছেন।

এই মাদক কারবারির নাম মো. রেন্টু (৪০)। রাজশাহীর কাটাখালী থানার মাসকাটাদিঘি মহল্লায় তার বাড়ি। আগে তার বাড়ি ছিল ভারতীয় সীমান্ত সংলগ্ন চর খিদিরপুরে। র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসির একটি দল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রেন্টুকে তার মাসকাটাদিঘির বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এ সময় রেন্টুর বাড়ি থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১১৫ পিস ইয়াবা বড়ি ও এক সেট বিএসএফের পোশাক জব্দ করা হয়েছে।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেছেন, রেন্টু মাদক ব্যবসায়ী। বালুর ব্যবসার পাশাপাশি তিনি মাদক ব্যবসা করছিলেন দীর্ঘদিন ধরে। তিনি বিএসএফের পোশাক পরে মাদক চোরাচালানের জন্য সীমান্তে যেতেন। ফলে, বিজিবি কিংবা বিএসএফের সদস্যরা তাকে চিনতে পারতেন না। তার বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা করা হয়েছে।

কেয়া/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়