ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ১৩ মে ২০২৪  
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়াকে (আনারস প্রতীক) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ মে) বিকেলে রূপগঞ্জ বাজারে নির্বাচনি প্রচারণা চলাকালে এই জরিমানা করেন নির্বাচনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেয়ালে পোস্টার এবং ওয়ার্ডে একের অধিক নির্বাচনি ক্যাম্প করায় এবং মোটর শোভাযাত্রা করায় চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়াকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আচরণবিধির ধারায় ব্যত্যয় ঘটানোর বিষয়ে প্রার্থীদের আগে সতর্ক করা হচ্ছে। তা না মানলে এ জরিমানার আওতায় আনা হচ্ছে।

শরিফুল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়