ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বিজয়নগরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১৪ মে ২০২৪  
বিজয়নগরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১০ টায় বিজয়নগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দত্তখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিতু মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার কয়লান মিয়ার ছেলে।

অটোরিকশার যাত্রী আহত কয়লান মিয়া বলেন, সকালে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ছেলে জিতু মিয়াকে নিয়ে সিএনজিতে উঠি। শহরের কাছাকাছি পৌঁছালে দত্তখোলা নামক স্থানে আসলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল সিএনজিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে আমি-জিতু মিয়াসহ সিএনজিতে থাকা সবাই আহত হয়। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিতু মিয়াকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, আমি মাথায় ব্যাথা পেয়েছি। আহত মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, আমাকে কেউ জানায়নি। আমি এইমাত্র জানতে পারলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রুবেল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়