ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

বরগুনার বেতাগীতে অস্ত্রসহ চেয়ারম্যান প্রার্থী আটক

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৪ মে ২০২৪   আপডেট: ১৫:০০, ১৪ মে ২০২৪
বরগুনার বেতাগীতে অস্ত্রসহ চেয়ারম্যান প্রার্থী আটক

বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটুকে অবৈধ একটি রিভলবারসহ আটক করেছে পুলিশ।  

সোমবার (১৩ মে) রাত সাড়ে ৮টায় উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই চেয়ারম্যান প্রার্থী ও তার গাড়িচালক সজিবকে আটক করা হয়। একইসাথে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ তার ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, আসন্ন বেতাগী উপজেলা পরিষদ নিবার্চনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু ব্যক্তিগত গাড়িতে বেতাগী পৌরশহর থেকে মোকামিয়া যাবার পথে উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বেতাগী থানার একটি টিম গাড়িটি থামিয়ে তল্লাশি করে। এ সময়ে গাড়ির মধ্যে বসে থাকা চেয়ারম্যান প্রার্থীর সিটের পাশ থেকে অবৈধ রিভলবার উদ্ধার করে পুলিশ। 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন,  এই ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

আটককৃত ওই চেয়ারম্যান প্রার্থী বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বেতাগী উপজেলা আ.লীগের সাবেক সদস্য। তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর মরহুম আবুল হোসেন সিকদারের ছেলে।

ইমরান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়