ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ভ্যানচালকের ছুরিকাঘাতে অটোচালক নিহত

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ১৪ মে ২০২৪  
ভ্যানচালকের ছুরিকাঘাতে অটোচালক নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে তুচ্ছ ঘটনায় ভ্যানচালকের ছুরিকাঘাতে আল ইমরান (২৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। 

সোমবার (১৩ মে) রাত ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোচালক আল ইমরান পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চরনিপত্তাশী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুউদ্দিন বলেন, তুচ্ছ ঘটনায় বাক বিতণ্ডার এক পর্যায়ে ভ্যানচালক ফাহাদ অটোচালকের পেটে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহিদুল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়