ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন আবিষ্কার নিয়ে হাজির খুদে শিক্ষার্থীরা

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ১৪ মে ২০২৪  
বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন আবিষ্কার নিয়ে হাজির খুদে শিক্ষার্থীরা

ফরিদপুরে ‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১২টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবির’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান।

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৪ এ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির বিভিন্ন সামগ্রী ও আবিষ্কার নিয়ে অংশগ্রহণ করে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেলায় মোট ২৯টি স্টল বসেছে।

পরে অতিথিরা মেলার স্টলগুলোতে ঘুরে তাদের আবিষ্কার দেখেন। এসময় শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী সম্পর্কে তথ্যচিত্র তুলে ধরেন।

তামিম/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়