ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

‘ছাত্রলীগের উপরে সন্ত্রাস নাই’, ছাত্রলীগ নেতার বক্তব্য ভাইরাল

শরীয়তপুর সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১৪ মে ২০২৪   আপডেট: ২৩:০৯, ১৪ মে ২০২৪

‘ছাত্রলীগের উপরে কোনো সন্ত্রাস নাই, কোনো শক্তি নাই!’ এভাবে নিজের সংগঠনকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারি। তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে।  যদিও তিনি তার বক্তব্য এডিট করে প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন।  

রোববার (১২ মে) বিকেলে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর নির্বাচনী সভায় বক্তব্যকালে এমন বেফাঁস মন্তব্য করে বসেন রুবেল বেপারি। 

জাজিরা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর পক্ষে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম আমিনুল ইসলাম রতন সরদারের বিপক্ষে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেয়ার সময় ছাত্রলীগ বড় সন্ত্রাসী দল হিসেবে অ্যাখ্যা দেন তিনি।

ভাইরাল হওয়ায় ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমরা কোনো সন্ত্রাসীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পারি না। কেননা এই উপজেলা পরিষদ গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সাধারণ মানুষের, নেতাকর্মীদের ও রাজনৈতিক সংগঠনের আস্থার জায়গা। আমরা সব সময় রাজনীতির নামে ব্যবসা করে নির্বাচনে প্রতিনিধি হয়ে রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে চাই। তাই সেইসব লোকের থেকে আগামী নির্বাচনে দূরে থাকতে হবে। ছাত্রলীগের উপরে কোনো সন্ত্রাস নাই, কোনো শক্তি নাই।’

এ বিষয়ে জানতে চাইলে রুবেল বেপারি মুঠোফোনে রাইজিংবিডি-কে বলেন, ‘আমার সাড়ে চার মিনিট বক্তৃতার মধ্যে ছাত্রলীগ সন্ত্রাস না, ছাত্রলীগের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাস করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো, বলেছি। কেউ এডিট করে তার বক্তব্য চালিয়ে দিয়েছেন। যা আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টা হচ্ছে আমরা রাজনীতি করি, ছাত্রলীগ করি, আমরা চাই একজন ভদ্র, মার্জিত লোক উপজেলা চেয়ারম্যান হয়ে আসুক। যারা সন্ত্রাসী, ভূমিদস্যু লোক যেন উপজেলা চেয়ারম্যান না হয়, সেদিকে জনগণকে খেয়াল রাখার জন্য আহ্বান জানিয়েছি।’

অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেদ উজ্জামান। তিনি বলেন, ‘বিষয়টি মাত্র আপনার মাধ্যমে শুনতে পেলাম। তিনি যদি এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’ 

আকাশ/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়