ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ১৪ মে ২০২৪  
রাজশাহীতে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

চিকিৎসকের অবহেলায় রাজশাহীর বেসরকারি রয়েল হাসপাতালে ৫ বছর ৪ মাস বয়সী শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে জিনিয়া জাবিন নামে ওই শিশুটি মারা যায়। এরপর ওই হাসপাতালে উত্তেজনা দেখা দেয়।
মারা যাওয়া শিশুটির বাবার নাম হিরা মণ্ডল। বাড়ি নওগাঁ সদরের পারনওগাঁ গ্রামে। গত শুক্রবার (১০ মে) পেটের ব্যথার কারণে জিনিয়াকে রাজশাহীর রয়েল হাসপাতালে চিকিৎসক ইকবাল বারীর তত্ত্বাবধানে ভর্তি করেন। 

শিশুটির বাবা হিরা মণ্ডল বলেন, ‘পেটের ব্যথার কারণে আমার মেয়েকে রয়েল হাসাপাতালে ভর্তি করার পর থেকে চিকিৎসক ইকবাল বারী চিকিৎসা দিচ্ছিলেন। শনিবার (১১ মে) মেয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়। আমি মেয়েকে সরকারি হাসপাতালে ভর্তি করাতে চাইলেও চিকিৎসক ইকবাল বারী সেটি করতে দেননি। চিকিৎসাসহ নানা পরীক্ষা-নিরীক্ষার নামে ২০ হাজার টাকা খরচও হয়েছে আমার। তাও আমার মেয়েকে বাঁচানো গেল না। শুধু চিকিৎসকের অবহেলার কারণেই আমার মেয়ে মারা গেছে। আমি এর বিচার চাই।’

আরো পড়ুন:

হিরা মণ্ডল আরও জানান, শনিবার (১১ মে) সন্ধ্যার আগে রয়েল হাসপাতালের লোকজন জানায় শিশু জিনিয়া জাবিন মারা গেছে। অথচ এ হাসপাতালে জিনিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে বলে বার বার আশ্বাস দিয়েছিলেন চিকিৎসকসহ কর্মচারিরা। মেয়েটি মারা যাওয়ার পরে তারা জানায়, শিশুটির অবস্থা ভালো ছিল না। তার আরও উন্নত চিকিৎসার দরকার ছিল।

শিশুটির মা জান্নাতুন হিরা বলেন, ‘‘একের পর এক পরীক্ষা-নিরীক্ষার নামে চিকিৎসক ইকবাল বারী টাকা নিয়েছেন। আমরা টাকা কিছু কম দিতে চাইলেও তারা বলেছেন, ‘আমি দোকান খুলে রেখেছি? এটা আমার ব্যবসা। টাকা দিয়ে চিকিৎসা করাও’। আমরা গরিব মানুষ। টাকা গেছে, তাতে কষ্ট নেই। কিন্তু মেয়ে যে চলে গেল এখন কী আর ফেরৎ পাব!’ 

চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. ইকবাল বারী বলেন, ‘অভিযোগ সত্য না। হঠাৎ করে শিশুটির ডায়াবেটিস কমে গেছে, কিডনির কার্যক্ষমতা কমে গেছে। সে কারণে মারা গেছে।’ 

তিনি বলেন, ‘নিয়ম হলো যখন যে রিপোর্ট হবে, তা ডাক্তারকে দেখিয়ে দ্রুত চিকিৎসা করাতে হবে। কিন্তু শিশুর অভিভাবকেরা চিকিৎসা না করিয়ে পয়সা কমানোর জন্য আমার চেম্বারে এসেছে। অবহেলায় মারা গেছে এ অভিযোগ ঠিক না।’
 

কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়