ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

আসামির স্ত্রীর মাথায় পিস্তল তাক, এসআইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১৪ মে ২০২৪  
আসামির স্ত্রীর মাথায় পিস্তল তাক, এসআইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আসামির স্ত্রীর মাথায় পিস্তল ঠেকানোর ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যসহ পাঁচ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিকুল হাসান মামলাটি অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর সার্কেল) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সদর উপজেলার থলিয়ারা গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী নূরু আলমের স্ত্রী বন্যা বেগম এই মামলাটি করেন।

মামলায় সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা দক্ষিণপাড়ার এনামুল হক (১৯), একই এলাকার শামসুল ইসলাম (৩০), তাজুল ইসলাম (৩৯), মো. সাগর (২০) এবং ঘটনার প্রধান অভিযুক্ত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমের নাম উল্লেখ করা হয়। এছাড়া সঙ্গীয় ফোর্স ও সোর্সসহ নাম না জানা আরও ৮ জনকে আসামি করা হয়। 

বাদীপক্ষের আইনজীবী মো. শওকত আলী বলেন, আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর সার্কেল) নিদের্শ দিয়েছেন।

আরো পড়ুন:

অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর সার্কেল) মো. বিল্লাল হোসেন বলেন, আমি আপনার মাধ্যমেই শুনেছি। যদি মামলা হয়ে থাকে, পেপার হাতে আসেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়