এমভি আবদুল্লাহর ২৩ নাবিক চট্টগ্রামে, অপেক্ষায় বিপ্লবের পরিবার
ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ইব্রাহিম খলিল উল্ল্যাহ বিপ্লবের অপেক্ষায় তার পরিবার
নানা আশঙ্কা শেষে দেশে পৌঁছেছে সোমালিয়ার জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজে থাকা ২৩ নাবিকের মধ্যে আছেন ফেনীর দাগনভূঞা উপজেলার ইব্রাহিম খলিল উল্ল্যাহ বিপ্লব। দীর্ঘ দুই মাসের অপেক্ষার পর সন্তানের ঘরে ফেরার আনন্দে অপেক্ষার প্রহর গুনছে তার পরিবার।
মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টার দিকে ছোট জাহাজে করে নাবিকেরা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি-১) জেটিতে পৌঁছেছেন। এর আগে সোমবার (১৩ মে) সন্ধ্যায় জাহাজ এমভি আবদুল্লাহ চট্টগ্রামের কুতুবদিয়ায় এসে পৌঁছায়। সেখান থেকে ছোট জাহাজে করে জেটিতে এসেছে নাবিকেরা।
মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজ জিম্মি করে। ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটি জলদস্যু মুক্ত হয়।
বিপ্লব দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আবুল হোসেনের বড় ছেলে। তার দুই ছেলে সন্তান রয়েছে। তিনি জাহাজের ইলেক্ট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন।
বিপ্লবের বয়োবৃদ্ধ মা রৌশনারা বেগম বলেন, ‘ছেলেকে ফিরে পেতে গত দুই মাস কান্নাকাটি আর খেয়ে না খেয়ে দিন কাটিয়েছি। আল্লাহর কাছে সন্তানকে ফিরে পাওয়ার আর্জি জানিয়েছি। আজকে ছেলেকে কাছে পাব। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।’
বিপ্লবের স্ত্রী উম্মে সালমা সোনিয়া বলেন, ‘এর আগে সর্বোচ্চ ৮ মাস পর্যন্ত আমার স্বামী জাহাজে ছিলেন। তবে এবারের ঘরে ফেরা অন্য সময়ের চেয়ে ভিন্ন। এতদিন নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করেছি। আজ আমাদের জন্য ঈদের আনন্দের চেয়েও বেশি। অবশেষে স্বামী ফিরে আসায় মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।’
তিনি বলেন, এই দিনগুলোর কথা বলার মতো না। পুরোটা সময় উদ্বেগ-উৎকণ্ঠায় কেটেছে। শুরু থেকে জাহাজ মালিকপক্ষ, সরকার এবং গণমাধ্যম পাশে দাঁড়িয়েছে। সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সোনিয়া।
বিপ্লবের বড় ছেলে রেদোয়ান বিন ইব্রাহিম বলেন, ‘রাতে আব্বু বাসায় আসবে বলেছে। অনেক দিন আব্বুর সঙ্গে দেখা হয়নি। আজকে অনেক ভালো লাগছে আমার। আব্বু আমার জন্য চকলেট-খেলনা নিয়ে আসবে বলেছে।’
পারিবারিক সূত্রে জানা যায়, আবুল হোসেনের চার ছেলে দুই মেয়ের মধ্যে বিপ্লব সবার বড়। ৮ বছর আগে তিনি জাহাজের চাকরিতে যান। বর্তমানে বিপ্লবের স্ত্রী তার দুই ছেলে নিয়ে ফেনী শহরে নাজির রোডে ভাড়া বাসায় বসবাস করছেন।
সাহাব/বকুল