ঢাকা     মঙ্গলবার   ১২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৮ ১৪৩১

ফরিদপুরে নকল ওরস্যালাইন তৈরির কারখানায় অভিযান, জরিমানা

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ১৫ মে ২০২৪   আপডেট: ০৯:০৩, ১৫ মে ২০২৪
ফরিদপুরে নকল ওরস্যালাইন তৈরির কারখানায় অভিযান, জরিমানা

ফরিদপুরে নকল ওরস্যালাইন তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানা ও গোডাউন সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি নকল পণ্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি দল সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় রুপা ফুড প্রডাক্টস নামের ওই খাদ্যপণ্য তৈরি প্রতিষ্ঠানে অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কারখানাটি বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। আর ভেতরে তৈরি হচ্ছিল নকল ওরস্যালাইন। এছাড়া সেখানে বিভিন্ন কোম্পানির মোড়কে শিশুখাদ্য তৈরি করে প্যাকেটজাত করা হচ্ছিল।

ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন বলেন, প্রতিষ্ঠানটি কোনো ধরণের অনুমোদন না নিয়ে নকল ওরস্যালাইন ও শিশুখাদ্য তৈরি করছিল। ভোক্তা অধিকার আইনে কারখানা ও গোডাউন সিলগালা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তামিম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়