ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে আরসার আস্তানায় র‍্যাবের অভিযান

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১৫ মে ২০২৪   আপডেট: ১২:৪০, ১৫ মে ২০২৪
কক্সবাজারে আরসার আস্তানায় র‍্যাবের অভিযান

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা’র আস্তানায় অভিযান চালিয়েছে র‍্যাব। এ সময় আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেলসহ আরসার দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (১৫ মে) সকাল পর্যন্ত উখিয়ার গহীন লাল পাহাড়ে এ অভিযান চালানো হয়। র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিসহ রোহিঙ্গাদের গুলি ও গলাকেটে হত্যার ঘটনা ঘটছে। এর প্রেক্ষিতে ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‍্যাব। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানা শনাক্ত করা হয়।

সাজ্জাদ হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টায় অভিযান শুরু হয়। সে সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। র‍্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। আস্তানা থেকে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণে অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে।

তারেকুর/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়