ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১৫ মে ২০২৪  
স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৫ মে) সকালে মুন্সীগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকার বসতঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম জিয়াসমিন আক্তার (২৫)। তিনি ওই এলাকার মোহাম্মদ শাহজালালের স্ত্রী। মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় স্বামী শাহজালাল তাকে হত্যা করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক।

স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে শাহজালাল ওই নারীকে হঠাৎ বাড়িতে নিয়ে এসে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন। নিহত জিয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।

রতন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়