ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ঝালকাঠিতে নির্বাচনী উঠান বৈঠকে হামলার অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ১৫ মে ২০২৪   আপডেট: ১৪:৩৬, ১৫ মে ২০২৪
ঝালকাঠিতে নির্বাচনী উঠান বৈঠকে হামলার অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩

ফাইল ফটো

ঝালকাঠি সদর উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠকে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর লোকজনের হামলার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন- আলফি শাহরুন শুভ, ইশতিয়াক আহমেদ শোভন ও তুহিন হাওলাদার।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানের উঠান বৈঠকে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান হামলা করেন বলে অভিযোগ।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে উঠান বৈঠকের আয়োজন করেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী সুলতান হোসেন খান। সেই বৈঠকে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা চালানো হয়। হামলায় সুলতান হোসেন খানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

অলোক/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়