পেনশন স্কিমে নিবন্ধন না করলে আশ্রয়ণের ঘর বাতিলের হুমকি
ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গতকাল মঙ্গলবার আশ্রয়ণের কয়েকজন বাসিন্দা পেনশন স্কিমে নিবন্ধনের জন্য সোনালী ব্যাংকের শাখায় যান
সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধ না করলে আশ্রয়ণের বাসিন্দাদের বরাদ্দকৃত ঘর বাতিলের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সাহাব উদ্দিনের বিরুদ্ধে। গত সোমবার এই হুমকি দেন তিনি। এসময় তার সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পেয়ার আহম্মদ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা বলেন, গত সোমবার চিথলিয়া ইউনিয়নের রাজষপুর আশ্রয়ণে গিয়ে বাসিন্দাদের সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন করতে বলেন ওই ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সাহাব উদ্দিন। সে সময় ভূমি কর্মকর্তা ওই আশ্রয়ণের সর্দার মো. শাহাদাতকে মঙ্গলবারের (১৪ মে) মধ্যে বাসিন্দাদের নিয়ে পরশুরাম সোনালী ব্যাংকে গিয়ে ছবি ও আইডি কার্ড দিয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু করতে নির্দেশনা দেন। পেনশন স্কিম চালু না করলে বরাদ্দকৃত ঘর বাতিল করবেন বলেও জানান তিনি। একইসময় তার সঙ্গে স্থানীয় ইউপি সদস্য পেয়ার আহম্মদও আশ্রয়ণের বাসিন্দাদের দ্রুত পেনশন স্কিম চালু করতে বলেন।
রাজষপুর আশ্রয়ণের বাসিন্দা বিজলি আক্তার বলেন, আশ্রয়ণের সর্দার শাহাদাত ও ইউপি সদস্য পেয়ার আহাম্মদ একটি লিফলেট দিয়ে ব্যাংকে পাঠিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে তাদের কথা মতো ছবি, এনআইডি আর লিফলেট নিয়ে সোনালী ব্যাংকে গিয়েছি। কিন্তু সঙ্গে ৫০০ টাকা না নেওয়ায় ব্যাংকের কর্মকর্তারা ফিরিয়ে দিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অন্যের বাড়িতে কাজ করে বেঁচে আছি। এসব পেনশন স্কিমের বিষয়ে কিছু জানি না। ভূমি অফিসের একজন স্যার পেনশন স্কিমে নিবন্ধন না করলে আমাদের ঘর বাতিল করে দেবেন বলেছেন। এখন কিভাবে কি করব জানি না।
পারভীন আক্তার নামে আরেক বাসিন্দা বলেন, ‘ঘরবাড়ি না থাকায় আমরা আশ্রয়ণে থাকি। সেখানের সবারই আর্থিক অবস্থা খারাপ। তারমধ্যে যদি এমন কিছু করে আমাদের আর যাওয়ার জায়গা থাকবে না। গরিব মানুষ কাউকে কিছু বলতেও পারি না। খুব কষ্টে দিন পার করেছি।’
স্থানীয় ইউপি সদস্য পেয়ার আহম্মদ বলেন, ‘আমি ভূমি কর্মকর্তার সঙ্গে সেখানে গিয়েছি। তাদের (আশ্রয়ণের বাসিন্দা) পেনশন স্কিমে নিবন্ধন করতে বলা হয়েছে।’
এ ব্যাপারে চিথলিয়া ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, ‘সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে আশ্রয়ণের বাসিন্দাদের সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন করতে বলেছি। কাউকে জোর করা বা ঘর বাতিলের কথা বলিনি।’
পরশুরাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘পেনশন স্কিম নিবন্ধন করতে সবাইকে অনুরোধ করা হচ্ছে। আশ্রয়ণের বাসিন্দারা নিবন্ধন না করলে বরাদ্দকৃত ঘর বাতিলের বিষয়টি সঠিক নয়।’
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা বলেন, ‘ভালো কাজের জন্য মানুষকে বলতে হয়। কিন্তু, খারাপ কাজের জন্য বলতে হয় না। পেনশন স্কিম চালু করলে তাদের ভবিষ্যতের জন্যই উপকার হবে। নিবন্ধন না করলে ঘর বাতিল করে দেওয়ার বিষয়টি সঠিক নয়।’
সাহাব/মাসুদ