ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিমাগা‌রে মজুত ছি‌ল ৫ লাখ ডিম

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ১৫ মে ২০২৪   আপডেট: ২১:৩৭, ১৫ মে ২০২৪
হিমাগা‌রে মজুত ছি‌ল ৫ লাখ ডিম

বগুড়ার কাহালু‌তে প্রায় ৫ লাখ ডিম মজু‌তের দা‌য়ে আফ‌রিন কোল্ড স্টো‌রেজ না‌মে একটি প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা ক‌রে‌ছে উপ‌জেলা প্রশাসন। একই সঙ্গে ওই ডিম আগামী ৭‌ দি‌নের ম‌ধ্যে বাজারজাত করার নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। 

বুধবার (১৫ মে) বি‌কে‌লে উপ‌জেলার মুরইল বাজার এলাকায় অব‌স্থিত প্রতিষ্ঠান‌টি‌তে অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. মাহবুব হাসান চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

আরো পড়ুন:

কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ ব‌লেন, কোল্ড স্টো‌রেজগু‌লোতে ডিম সংরক্ষণ ক‌রে কৃ‌ত্রিম সংকট তৈ‌রি করা হ‌চ্ছে এমন অ‌ভি‌যোগে আমরা কিছু প্রতিষ্ঠা‌নে অ‌ভিযান চালাই। এর ম‌ধ্যে আফরিন কোল্ড স্টোরেজে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮টি ডিম মজুত অবস্থায় পাওয়া যায়। প‌রে ভ্রাম্যমাণ আদালত ব‌সি‌য়ে প্রতিষ্ঠান‌টি‌কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে ডিম বাজারজাত করার নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। 

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়