ঢাকা     রোববার   ০৬ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৪ ১৪৩১

কষ্টের তৈরি ঘর পুড়ে ছাই, পরিবার নিয়ে খোলা আকাশের নিচে লতিফ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ১৬ মে ২০২৪   আপডেট: ১২:২৩, ১৬ মে ২০২৪
কষ্টের তৈরি ঘর পুড়ে ছাই, পরিবার নিয়ে খোলা আকাশের নিচে লতিফ

আব্দুল লতিফ। পেশায় একজন ঝাড়ু বিক্রেতা। অনেক কষ্টে টিনশেড চারটি ঘর করেছিলেন। কিন্তু বিধিবাম সেই আর ঘরে থাকা হলো না। এখন পরিবার পরিজন নিয়ে রাত কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে।

বুধবার (১৫ মে) বিকেলে এই আব্দুল লতিফের চারটি ঘর বিদ্যুতের আগুনে পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে।

আব্দুল লতিফ বলেন, চোখের সামনে চারটি ঘর পুড়ে গেছে। আগুনে ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও কাপড়-চোপড় সব পুড়ে গেছে।

তিনি অভিযোগ করে বলেন, বাড়ির মাঝখানে বিদ্যুতের একটি খুঁটি আছে। খুঁটিটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ সমিতি মিরপুর জোনাল অফিসে বার বার অভিযোগ করলেও তারা কর্ণপাত করেনি। পল্লী বিদ্যুতের তার চালের সঙ্গে লেগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলিমুর রেজা সাবান জোয়ারদার বলেন, বিদ্যুতের খুঁটি সরিয়ে ফেললে এমন ঘটনা হতো না। লতিফ বার বার অভিযোগ করলেও পল্লী বিদ্যুৎ অফিস খুঁটি সরানোর বিষয়ে কোনো ভূমিকা নেয়নি।

মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সবুজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ৪টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

এ বিষয়ে জানতে মিরপুর জোনাল অফিসের ডিজিএম আনন্দ কুমার কুন্ডুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

কাঞ্চন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়