ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রাজশাহীতে পথশিশুদের সমাজের মূল স্রোতে সম্পৃক্তের দাবি

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১৬ মে ২০২৪  
রাজশাহীতে পথশিশুদের সমাজের মূল স্রোতে সম্পৃক্তের দাবি

কারিতাস আলোকিত শিশু প্রকল্পের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও অধিকার শীর্ষক সম্মেলন

রাজশাহীর বিভিন্ন এলাকার পথশিশুদের বিভিন্ন সমস্যার সমাধান ও তাদের অধিকার নিশ্চিতের মাধ্যমে সুরক্ষা প্রদানের লক্ষ্যে পথশিশুদের মুখোমুখি হয়েছেন সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিসহ সমাজের দায়িত্বশীলরা।

বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টায় রাজশাহীর ফাদার এফ. চেস্কাতো সম্মেলন কক্ষে কারিতাস আলোকিত শিশু প্রকল্পের অধীনে এই আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও অধিকার শীর্ষক এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার।

অনুষ্ঠানে পথশিশুরা সরাসরি সরকারের প্রতিনিধিদের সামনে তাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও তাদের জন্য বিশেষ ভাতা চালুসহ বিভিন্ন দাবি তুলে ধরে।

আরো পড়ুন:

টুকটুক তালুকদার বলেন, সরকার পথশিশুদের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। তবে এই সেবা কার্যক্রম যে তাদের জন্য পর্যাপ্ত তাও বলা যাবে না। তাদের জন্য আরও অনেক সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। সবার সমন্বিত পদক্ষেপেই কেবল পথশিশুদের সমস্যা সমাধান করা সম্ভব।

তিনি পথশিশুদের সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোকিত শিশু প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা র‌্যান্সি রুথ হাঁসদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসিনা মমতাজ, আলোকিত শিশু প্রকল্পের উপদেষ্টা লি ম্যাক কুইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুর কাদের, রাজশাহী সিএমএম কোর্টের প্রবেশন অফিসার মো. আতিকুর রহমান নগর পরিকল্পনাবিদ বনি আহসান প্রমুখ। অনুষ্ঠানে ৬০ জন পথশিশু অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের পরিচালক ডেভিড হেমব্রম।

সম্মেলনের অংশ হিসেবে পথশিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার মাধ্যমে শিশু সম্মেলনটি শেষ হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতেই তিন জন পথশিশু মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করে।

কেয়া/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়