আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার
পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (১৪ মে) পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন এ নোটিশ দেন।
কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা গেছে, আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরদীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমদাদুল হক রানা সরদার। গত ১৩ মে সকালে তাকে আনারস প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু ১৪ মে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে এমদাদুল হক রানা সরদারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
তার দাখিলকৃত অভিযোগপত্র ও অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা গেছে, ১৩ মে আনারস প্রতীকের সমর্থনে শোডাউন ও মিছিল করা হয়েছে। যা উপজেলা পরিষদ নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘনের সামিল।
নোটিশে নির্বাচন বিধিমালা, ২০১৬ এর ১১ (২) ও ১৩ (ক) ধারা লঙ্ঘনের অভিযোগে এমদাদুল হক রানা সরদারকে আগামী তিন দিনের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানো পত্রের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার বলেন, রিটার্নিং অফিসারের কারণ দর্শানোর চিঠি পেয়েছি। আজ বৃহস্পতিবার জবাব দিয়েছি।
রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, চেয়ারম্যান প্রার্থী শোকজের জবাব দিয়েছেন। জবাবে এমদাদুল হক রানা সরকার তার ভুল স্বীকার করেছেন। তিনি বলেছেন, এই শোডাউনের খবরটি তার জানা ছিল না। তার কর্মী-সমর্থকরা করেছে। প্রথমবারের মতো করা ভুল থেকে তিনি ক্ষমা চেয়েছেন।
শাহীন/ফয়সাল