গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৩, ১৬ মে ২০২৪

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা ৬টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে ক্রুটি দেখা দেয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আল হারুন বিষয়টি নিশ্চিত করেন।
স্টেশন মাস্টার সেলিম আল হারুন বলেন, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে সন্ধ্যা ৬টার দিকে ক্রুটি দেখা দিলে সেটি গফরগাঁও স্টেশনের এক নম্বর লাইনে দাঁড়িয়ে যায়। দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সচল থাকে। ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন আনা হয়। সেটি আসলে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
মিলন/বকুল