ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ২২ বছরের যুবকের বাড়িতে ৪৩ বছরের নারীর অনশন

শরীয়তপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৭ মে ২০২৪   আপডেট: ১৫:২২, ১৭ মে ২০২৪
স্ত্রীর স্বীকৃতির দাবিতে ২২ বছরের যুবকের বাড়িতে ৪৩ বছরের নারীর অনশন

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ২২ বছরের এক যুবকের বাড়িতে অনশনে বসেছেন ৪৩ বছর বয়সী এক নারী। বৃহস্পতিবার (১৬ মে) শরীয়তপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুগলি গ্রামে নাদিম সরদার ওরফে জহিরের বাড়িতে অবস্থান নেন তিনি। নাদিম ওই গ্রামের বিল্লাল সরদারের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে নাদিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কুড়িগ্রামের কবিরাজপাড়া এলাকার ৪৩ বছর বয়সী ওই নারীর। চলতি বছরের ১৮ জানুয়ারি ঢাকায় কাজী অফিসে তাদের বিয়ে হয়।

ভুক্তভোগী নারী বলেন, ‘ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ বছরের ১৮ জানুয়ারি দুজনে কাজী অফিসে গিয়ে বিয়ে করি। পরে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেল রাত্রিযাপন করি। এরপর থেকেই নাদিমের তালবাহানা শুরু হয়। একপর্যায়ে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তাই বাধ্য হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে নাদিমের বাড়িতে অনশনে বসেছি।’

এ বিষয়ে জানতে নাদিম সরদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওই নারীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। কিন্তু পরে জানতে পারি তার বয়স অনেক। তিনি আমার কাছে বয়স লুকিয়েছেন। তাই পারিবারিকভাবে তার সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায়। তিনি কি জন্য আমার বাড়িতে এসেছেন জানি না। সে আমার সঙ্গে প্রতারণা করেছেন।’

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। দুজনেই প্রাপ্তবয়স্ক। যদি অভিযোগ পাই তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়