ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

গোপালগঞ্জে বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৭ মে ২০২৪  
গোপালগঞ্জে বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত প্রতারক চক্রের ২ সদস্য

গোপালগঞ্জে প্রতারণা করে বৈদেশিক মুদ্রা (রিয়েল) বিক্রি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মে) দুপুরে জেলা শহরের গেটপাড়া এলাকা থেকে স্থানীয়রা ওই দুই প্রতারককে আটক করে পুলিশে দেয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রিপন শেখ (৪২) ও সুমন মিয়া (৩৫)।

আরো পড়ুন:

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, প্রতারক চক্রের সদস্য রিপন শেখ ও সুমন মিয়া জেলা শহরের কুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের কাছে যায়। পরে গেটপাড়া এলাকার ব্রিজের কাছে ওই দুই প্রতারক ৩ হাজার রিয়েল বিক্রির কথা বলে একটি ব্যাগের ভিতর থেকে সাবান ও কাগজে মোড়ানো তিন বান্ডিল নকল রিয়েল দিয়ে ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে বিষয়টি সাইফুলের সন্দেহ হলে ব্যাগটি খুলে দেখেন তার মধ্যে কোন রিয়েল নেই। এরপর তিনি স্থানীয়দের নিয়ে ধাওয়া করে গেটপাড়ার কবরস্থানের মোড় থেকে ওই দুই প্রতারককে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই প্রতারককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাদল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়