নির্বাচন পরবর্তী সহিংসতা
উপজেলা চেয়ারম্যানসহ ৭৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান ভূঁইয়া
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের পর সহিংসতায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান ভূঁইয়াসহ ৭৩ জনকে আসামি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে হত্যা মামলাটি করেন। গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আনিচুর রহমান জানান, গত ১৩ মে রাতে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ীপ্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকের গুলিতে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলির সমর্থক মো. ওসিকুর ভূঁইয়া নিহত হন। ওই ঘটনায় কামরুজ্জামান ভূঁইয়াসহ ২৩ জনের নাম উল্লেখ করে ও নাম না-জানা আরো ৫০ জনকে আসামি করে নিহতের বোন হত্যা মামলা করেছেন। পুলিশ এখন পর্যন্ত কেউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ দিকে, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী রোববার গোপালগঞ্জে জেলা প্রশাসকের অফিস ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিএম লিয়াকত আলী।
প্রসঙ্গত, প্রথম ধাপে গত ৮ মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কামরুজ্জামান ভূঁইয়া টেলিফোন প্রতীক নিয়ে ৩১ হাজার ৩৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম লিয়াকত আলী আনারস প্রতীক নিয়ে পান ২৯ হাজার ৮৬৪ ভোট।
বাদল/মাসুদ