ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ধান কাটা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ১৮ মে ২০২৪  
ধান কাটা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়ার কুমারখালিতে ধান কাটাকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষে ইউনুস শেখ (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৭ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার মাছগ্রাম খালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ইউনুস শেখ উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দ বনগ্রাম এলাকার মৃত আকবর শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনুস শেখ ও প্রতিপক্ষ মোক্তার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে মাঠে ধান কাটতে গেলে ইউনুস শেখের সঙ্গে মুক্তার হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে-অপরের ওপর হামলা চালায়। 

হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে ইউনুস শেখসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হলে তাদের উদ্ধার কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইউনুস শেখকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। 

হত্যাকাণ্ডের ঘটনায় কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব বলেন, পূর্ব শত্রুতার কারণে এই ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, হতাহতরা পরস্পর একে-অপরের নিকটাত্মীয় বলে জানা গেছে।

কাঞ্চন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়