ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ১৮ মে ২০২৪  
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। 

মারা যাওয়া হাজতি হলেন- নীলফামারীর ডোমার থানার মটুকপুর গ্রামের রুমেল হোসেনের মেয়ে আমিনা (৪০)। 

কারাগার সূত্রে জানা যায়, মহিলা কারাগারে বন্দি আমিনার হঠাৎ বুকে ব্যথা উঠে। পরে তাৎক্ষণিক কারাগার থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় জেলার রিজিয়া বেগম বলেন, বুকে ব্যথা উঠলে আমিনাকে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বন্দির পরিবারকে খবর দেওয়া হয়েছে। কারাবিধি শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 

রেজাউল/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়