ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বিল থেকে অজ্ঞাত নারীর পোড়া ও খণ্ডিত মরদেহ উদ্ধার

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ১৯ মে ২০২৪   আপডেট: ০৯:৩৭, ১৯ মে ২০২৪
বিল থেকে অজ্ঞাত নারীর পোড়া ও খণ্ডিত মরদেহ উদ্ধার

ফাইল ফটো

রাজবাড়ীর কালুখালী উপজেলার বিল থেকে অজ্ঞাত এক নারীর পোড়া দেহের কয়েকটি খণ্ড উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের মনপৃত্তের বিলের মধ্যে থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়।

কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে মনপৃত্তের বিলের মধ্যে থেকে এক নারীর মরদেহের কয়েকটি খণ্ড উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছর হবে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ পেট্রোল দিয়ে পুড়িয়ে বিলের মধ্যে ফেলে দিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিহত নারীর মাথা ও শরীরের বিভিন্ন অংশ আলাদা ছিল। আগুনে পোড়ানোর কারণে তাকে চেনার উপায় নেই। তবুও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

রবিউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়