উপজেলা নির্বাচন
লামা-নাইক্ষ্যংছড়িতে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (২১ মে) এই দুই উপজেলার ভোট অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন জানিয়েছেন, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শেষ সময়ে নাইক্ষ্যংছড়ি ও লামা দুই উপজেলায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলা নির্বাচন উপলক্ষে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
গ্রামে গ্রামে, বাজারের অলিগলিসহ বিভিন্ন এলাকায় প্রার্থীদের পোস্টারের ছড়াছড়ি। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার মাইকের মাধ্যমে গানে গানেও ভোট চাওয়া হচ্ছে।
তবে ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী উন্নয়ন করতে পারবে তাকেই চান সাধারণ ভোটাররা। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী পাঁচ বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।
বান্দরবান জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন তোফাইল আহামদ ও মোহাম্মদ শফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান পদে মো. কামাল উদ্দিন ও শাহ জাহান কবির, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী রাশেদা বেগম, শামীমা আক্তার, সানজিদা আক্তার ও হামিদা চৌধুরী।
অন্যদিকে লামা উপজেলায় চেয়ারম্যান পদে রয়েছেন মো. মোস্তফা জামাল ও জাকের হোসেন মজুমদার। ভাইস চেয়ারম্যান রয়েছেন পদে মো. জাহেদ উদ্দিন, প্রদীপ কান্তি দাশ, মো. সাইদুর রহমান ও মো. আব্বাস উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোলতানা নাজমা, বৈশালী বড়ুয়া ও মিল্কি রানী দাশ।
লামা উপজেলায় ৪১টি ভোট কেন্দ্রে ২২৩টি ভোটকক্ষের বিপরীতে ৮২ হাজার ৩ জন ভোটার ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৬টি ভোট কেন্দ্রে ১৩০টি ভোটকক্ষের বিপরীতে ৪২ হাজার ৫৭৯ জন ভোটার ভোট প্রদান করবেন।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানে রুমা ও থানচি ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার পর ওইসব এলাকায় যৌথ অভিযান চলমান থাকায় প্রথম ধাপের থানচি, রোয়াংছড়ি দুই উপজেলা ও দ্বিতীয় ধাপের রুমা উপজেলার নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
চাই মং/টিপু