ঢাকা     শুক্রবার   ২০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

ভারত গিয়ে লাপাত্তা সংসদ সদস্য আনোয়ারুল

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ১৯ মে ২০২৪   আপডেট: ১১:০৬, ২০ মে ২০২৪
ভারত গিয়ে লাপাত্তা সংসদ সদস্য আনোয়ারুল

আনোয়ারুল আজিম আনার। ফাইল ফটো

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। তিনদিন ধরে পরিবারের সদস্যরা তার খোঁজ পাচ্ছে না। এতে উদ্বিগ্ন পরিবারের সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা।

রোববার (১৯ মে) সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। বৃহস্পতিবার তার সঙ্গে শেষ কথা হয়েছে। তিনদিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।’

জানা গেছে, গত ১১ মে দর্শনার বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও পোস্ট করেছেন তার গাড়ি চালক তরিকুল ইসলাম। 

সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘বাবার সঙ্গে আমাদের যোগাযোগ নেই। খুব দুশ্চিন্তায় আছি। তার সঙ্গে যোগাযোগের সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এমপি আনারের বোন তাসলিমা খাতুন বলেন, ‘সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হয়েছে।’

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ বলেন, ‘লোকমুখে বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।’

উল্লেখ্য, আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। এর আগে, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

শাহরিয়ার/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়