ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিশাল মাদকের চালান জব্দ

সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ১৯ মে ২০২৪  
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিশাল মাদকের চালান জব্দ

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ৬১৫ বোতল মদ ও ৮ কেজি গাঁজার বড় একটি চালান জব্দ করেছে পুলিশ। 

শনিবার (১৮ মে) গভীর রাতে একটি জিপে করে এই মাদক নিয়ে যাওয়া হচ্ছিলো। অভিযানকালে অজ্ঞাতনামা তিন মাদক কারবারি গাড়ি রেখে পালিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, পুলিশ জানতে পারে ভারতের মুক্তাপুর হতে ডিবিরহাওর কদমখাল রোড দিয়ে একটি জিপ দিয়ে বিপুল পরিমাণ মদ নিয়ে আসছে চোরাচালানি চক্র। এরপর চেকপোস্ট বসিয়ে কদমখাল রোডে একটি সাদা রংয়ের জিপকে সিগন্যাল দিলে চালকসহ মাদক চোরাচালান চক্রের ৩ সদস্য গাড়ি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ জিপে তল্লাশি চালিয়ে ৬১৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ৮ কেজি গাঁজা পাওয়া যায়। জিপটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি আরও জানান, মাদক উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নুর/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়