২১ কেজির ভোল বিক্রি হলো সাড়ে ৩ লাখ টাকায়
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের একটি আড়তে ভোলা মাছটি খোলা ডাকে বিক্রি করা হয়
দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে ২১ কেজি ওজনের একটি ভোল মাছ ৩ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার (১৯ মে) সকাল ১০টার দিকে মৎস্য অবতরণ কেন্দ্রের মো. আলম মিয়ার আড়তে মাছটি খোলা ডাকে বিক্রি হয়। মাছটি ক্রয় করেন পাইকার ব্যবসায়ী মো. সোলায়মান।
জানা যায়, বহির্বিশ্বে বিরল প্রজাতির ভোল মাছের বালিশের ব্যাপক চাহিদা রয়েছে। সহজে এ মাছ ধরা না পড়ায় এর চাহিদা বেশি। মাছটির প্রতি কেজির মূল্য পড়েছে ১৬ হাজার ৬৬৬ টাকা। মাছটি পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন ‘এফবি তন্ময়’ নামের ট্রলারের জালে ধরা পড়ে। এ ট্রলারের জেলেরা গত মঙ্গলবার পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যান। এর দুই দিন পর মাছটি তাদের জালে আটকা পড়ে।
পাইকার মো. সোলায়মান বলেন, ভোল মাছটি ৩ লাখ ৫০ হাজার টাকায় কিনেছি। মাছটি চট্টগ্রামে পাঠানো হবে। আশাকরি মাছটিতে ভালোই লাভ হবে।
বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আগে অনেক ভোল মাছ পেতেন জেলেরা। এখন তুলনামূলক কম পাওয়া যাচ্ছে মাছটি। বর্তমানে বহির্বিশ্বে এই মাছের বালিশের প্রচুর চাহিদা রয়েছে।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এই মাছের বালিশ বিদেশে রপ্তানি হয়। ওষুধ তৈরিতে এটি ব্যাবহার করা হয়।
ইমরান/মাসুদ