ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১৯ মে ২০২৪  
লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুরে চোর আখ্যা দিয়ে ব্যবসায়ীকে বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) রাতে পোদ্দার বাজার ক্যাম্পের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বশিকপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও ঊশিয়ার কান্দি গ্রামের মৃত ইছাক মিয়ার পুত্র আব্দুর রহিম (৫০), তার বড় ভাই আবুল কালাম আজাদ বাবুল (৫৫) এবং নন্দী গ্রামের আমির হোসেনের ছেলে শরাফত উল্যাহ শরীফ (৩৫)। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চোর অপবাদে ব্যবসায়ীকে খুঁটিতে বেঁধে নির্যাতন

আরো পড়ুন:

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গতকাল দিবাগত রাতে চন্দ্রগঞ্জ থানায় নির্যাতিত ব্যবসায়ী ফারুক হোসেনের ছেলে বাদী হয়ে  তিন জনের নাম উল্লেখ করে এবং আরো ১০/১২ জনকে নাম না জানা আসামি করে মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয়রা বলেন, শনিবার সকালে নোয়াখালী জেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারের ব্যবসায়ী মো. ফারুক হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারে যান। সেখানে কিছু ব্যক্তি তাকে পেঁয়াজ চুরির অভিযোগ দিয়ে বিদ্যুতের পিলারের সঙ্গে তিন ঘণ্টা বেঁধে রেখে নির্যাতন করেন। পরবর্তীতে বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে কথিত সালিশ বৈঠক বসিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ফারুককে স্বজনদের হাতে তাকে তুলে দেওয়া হয়। 

জাহাঙ্গীর/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়